সরকারি / বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান মেরিন ক্যাডেট কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আবেদনের লিংক: https://doscadet.solutionart.net/
আবেদনের যোগ্যতা:
(ক) বয়স: ০১-০১-২০২৫ খ্রি: তারিখ সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)
(খ) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনের শেষ সময়ঃ ১৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ
প্রশিক্ষণ শেষে CDC প্রাপ্তি এবং নিজস্ব ম্যানিং এজেন্ট Marine Agency Services Ltd. এর মাধ্যমে বিদেশগামী জাহাজে চাকুরীর সুবর্ণ সুযোগ।
মাস মেরিন একাডেমিতে প্রি-সী নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট কোর্সে ভর্তির জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
কর্পোরেট অফিস ঠিকানাঃ
মাস মেরিন একাডেমী
বড়পোল, হালিশহর, চট্টগ্রাম।
মোবাইল : 01810030836 , 01841047450
হোয়াটসএপ লিংক: https://chat.whatsapp.com/LFI9WGxNB2qGCrcCk7t08j
WhatsApp/ IMO: +880 1633407573
Website: academy.masgroupbd.com
Email: [email protected]