কোর্সের নাম
|
: ইনল্যান্ড ড্রাইভার ক্লাশ- ৩ প্রিপারেটরি (Inland Driver Class - 2 Preparatory)
|
কোর্সের সময়কাল
|
: ১ মাস
|
কোর্স করার জন্য যোগ্যতা
|
১। ৩য় শ্রেনী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ।
২। ন্যূনতম ১৩৭ কিলোওয়াট শক্তিচালিত জাহাজে ইঞ্জিন বিভাগে ভারপ্রাপ্ত ড্রাইভার হিসেবে অথবা ১৮৬ কিলোওয়াট প্রচলন শক্তিবিশিষ্ট অভ্যন্তরীণ নৌযানে সেকেন্ড ইন-চার্জ হিসেবে ২৪ মাসের সার্টিফিকেট পরবর্তী চাকুরীর অভিজ্ঞতা
থাকতে হবে।
অথবা,
নৌ-বাহিনীর ইঞ্জিন মেকানিক অথবা লীডিং ইঞ্জিন মেকানিক, নৌ-বাহিনীর মোটরচালিত জাহাজে কমপক্ষে ৫ বছরের কাজসহ ন্যূনতম ১০ বছরের সক্রিয় চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা,
৩ বছরের ওয়াচকিপিং সার্ভিসেস অভিজ্ঞতাসম্পন্ন বিদেশগামী জাহাজে ইঞ্জিনরুম রেটিং অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা,
স্বীকৃতিপ্রাপ্ত ইনষ্টিটিউট হতে মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। তবে ১৮৬ কিলোওয়াট জাহাজে ৬ মাসের অভিজ্ঞতা ব্যাতিরেকে সার্টিফিকেট প্রদান করা হবে না।
|